শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৩ ০০:০০ টা

সরাইলে পাগলা কুকুর আতঙ্ক

সাত দিনে শিশুসহ আহত ১২

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক সপ্তাহে দুই শিশু শিক্ষার্থীসহ ১২ ব্যক্তি ও ১০টি গবাদিপশুকে কামড়িয়ে আহত করেছে পাগলা কুকুর। উপজেলায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বাজারসহ আশপাশের বিভিন্ন সড়কে দল বেঁধে ঘোরাঘুরির সময় কুকুরের দল আক্রমণ করে। এর শিকার হচ্ছে শিশু শিক্ষার্থীরা। গতকাল সকালে উপজেলা সদরের বড় দেওয়ানপাড়া কিশলয় বিদ্যানিকেতনের পঞ্চম শ্রেণীর ছাত্র আরাফাত রহমানকে (১০) বিদ্যালয়সংলগ্ন সড়কে পাগলা কুকুর কামড় দেয়। কিছু সময়ের ব্যবধানে উচালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী শাবি্বর মিয়াকে (৬) কামড় দেয় আরেকটি কুকুর। এ ছাড়া বড় দেওয়ানপাড়ার বেলাল মিয়ার একটি গাভী ও খাটিহাতা গ্রামের কাদির মিয়ার একটি ছাগলকে কামড় দেয় দুটি কুকুর।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্রে আবাসিক চিকিৎসক মো. নোমান মিয়া জানান, এক সপ্তাহে পাগলা কুকুরের কামড়ে ১২ জন চিকিৎসা নিয়েছেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মুজিবুবর রহমান জানান, রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত কুকুরে কামড়ানো ১০টি গবাদিপশুকে চিকিৎসা দিয়েছি। চিকিৎসা নিতে আসেনি এমন অনেক পশুর খবরও পেয়েছি। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন জানান, পশুসম্পদ কর্মকর্তার সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেব।

সর্বশেষ খবর