শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৩ ০০:০০ টা

এক পলক

জলিল স্মরণে সভা

নওগাঁর সন্তান, প্রয়াত নেতা আবদুল জলিলের স্মরণে নওগাঁ সদর উপজেলার তেঁতুলিয়া বিএমসি কলেজে এক সভা ও দোয়া মাহফিল গতকাল অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মো. আবদুল মালেক।

-নওগাঁ প্রতিনিধি

ভারতীয় কাপড় জব্দ

কুমিল্লায় দুই কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও থ্রি-পিসসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে বিজিবি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার গতকাল ভোরে এ মালামাল জব্দ করা হয়।

-কুমিল্লা প্রতিনিধি

দুর্নীতিবিরোধী বিতর্ক

জামালপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) গতকাল জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করে। এতে অংশ নেন টিআইবির স্বেচ্ছাসেবী ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস গ্রুপের সদস্যরা।

-জামালপুর প্রতিনিধি

শ্রমিক বিক্ষোভ

খামার শ্রমিকদের অবসরকালীন ভাতা বৃদ্ধি, সপ্তাহে দুই দিন ছুটিসহ চার দফা দাবিতে দিনাজপুরের কৃষি খামার শ্রমিকরা গতকাল এক ঘণ্টা কর্মবিরতি, বিক্ষোভ ও সমাবেশ করেছেন। কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের আহ্বানে দিনাজপুর গম গবেষণা কেন্দ্রের শ্রমিকরা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

-দিনাজপুর প্রতিনিধি

উন্মুক্ত সংলাপ

বাংলাদেশ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নেত্রকোনা জেলা প্রশাসন আয়োজিত সর্বস্তরের নারীদের নিয়ে 'আপনারা কেমন আছেন' উন্মুক্ত সংলাপ গতকাল পাবলিক হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক অনিস মাহমুদের সঞ্চালনায় সংলাপে বক্তব্য দেন অধ্যাপক যতীন সরকার, জাকির হোসেন খান প্রমুখ।

-নেত্রকোনা প্রতিনিধি

মাদকবিরোধী মানববন্ধন

টাঙ্গাইলের সখীপুর পৌর কাউন্সিলর আমির হামজার ওপর মাদকসেবীদের হামলার প্রতিবাদে গতকাল মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। স্থানীয় তালতলা চত্বরে সকালে সখীপুর পৌরসভা এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এতে পৌর কাউন্সিলর, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার বিপুলসংখ্যক লোক অংশ নেন।

-টাঙ্গাইল প্রতিনিধি

ব্যাংক কর্মকর্তা ক্লোজড

নারী কেলেঙ্কারির অভিযোগে সোনালী ব্যাংকের নওগাঁর ধামইরহাট শাখার এক কর্মকর্তাকে গতকাল স্ট্যান্ডরিলিজ করা হয়েছে। বুধবার রাতে এক শিক্ষিকার বাসায় সোনালী ব্যাংক ধামইরহাট শাখার সেকেন্ড অফিসার গোলাম রসুল সুমন প্রবেশ করেন। পরে লোকজনের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় নৈশপ্রহরী ও এলাকাবাসী তাকে আটক করে।

-নওগাঁ প্রতিনিধি

সর্বশেষ খবর