শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৩ ০০:০০ টা

টানা অবরোধে সৈকতজুড়ে নীরবতা

টানা অবরোধে সৈকতজুড়ে নীরবতা

দেশে রাজনৈতিক অস্থিরতা ও ঘন ঘন হরতাল, অবরোধের কারণে কারণে পর্যটন নগরী কুয়াকাটায় পর্যটকশূন্য হয়ে পড়েছে। ১৮ দলের ৭১ ঘণ্টার অবরোধে সৈকতজুড়ে ছিল শুধুই নীরবতা। চলতি পর্যটন মৌসুমের ২ মাস পার হলেও পর্যটকের দেখা মেলেনি। ফলে পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা হতাশ হয়ে পড়েছেন। আবাসিক হোটেল, রিয়েল এস্টেট কোম্পানি, ক্ষুদ্র ব্যবসায়ী ও ট্যুরিজম ব্যবসায়ীদের চলতি মৌসুমে গুণতে হচ্ছে লোকসান।

হরতাল অবরোধের মতো রাজনৈতিক কর্মসূচির কারণে আলীপুর-মহিপুরসহ উপকূলের মৎস্য ব্যবসায়ীরা সময় মত মৎস্য বাজারজাত, প্রক্রিয়াজাত করতে না পারায় লাখ লাখ টাকা লোকসান গুনতে হচ্ছে বলে জানান মৎস্য ব্যবসায়ীরা। ট্যুরিজম ব্যবসায়ী সমিতির সভাপতি জনি আলমগীর বলেন, পর্যটক না আসায় গত ১ মাসের মধ্যে প্রত্যেক টুরিস্ট বোট মালিককে লোকসান দিতে হচ্ছে। শুঁটকি ব্যবসায়ী কুদ্দুস মৃধা জানান, বর্তমানে তার শুঁটকির আড়তে ২৫ লাখ টাকার শুঁটকি অবরোধের কারণে বাজারজাত করতে না পারায় মাছের গুনগত মান খারাপ হয়ে যাচ্ছে। বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ মাওলানা মাইনুল ইসলাম মান্নান জানান, কুয়াকাটা পর্যটন এলাকা হওয়ায় স্থানীয় ব্যবসায়ীরা পর্যটকদের উপর নির্ভরশীল। পর্যটক না থাকায় সব ধরনের ব্যবসায় ভাটা পড়েছে।

 

 

সর্বশেষ খবর