শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৩ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকসহ নিহত ৩

সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকসহ নিহত ৩

নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মেদপুর বাসস্ট্যান্ডে গতকাল সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হলেন- জসীম উদ্দিন ও শাহীন। বনপাড়া হাইওয়ে পুলিশ জানায়, ভোরে নাটোর-পাবনা-খুলনা মহাসড়কের আহম্মেদপুরে ঢাকা থেকে রাজশাহীগামী সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এ সময় ট্রাকের ওপরে থাকা শ্রমিক জসীম ও শাহীন সিমেন্টের নিচে চাপা পড়ে মারা যান।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের মিলিক মোড়ে গতকাল ট্রাক থেকে ছিটকে পড়ে হেলপার বিপ্লব নিহত হয়েছেন। বিপ্লব হচ্ছে ঢাকার আমিন বাজারের মানিক মিয়ার ছেলে। শিবগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

 

 

সর্বশেষ খবর