শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৩ ০০:০০ টা

ট্রলারসহ ৫ জেলে অপহরণ ৩৩ জনকে সাগরে নিক্ষেপ

বরগুনার পাথরঘাটা থেকে ৭০ কি.মি. দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরের বলেশ্বর আইন নামক স্থানে বুধবার সন্ধ্যায় মাছ ধরা ট্রলারে ডাকাতি হয়েছে। এ সময় ৫টি ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ ও অর্ধকোটি টাকার মালামাল লুট করে জলদস্যুরা। সাগরে নিক্ষেপ করে ৩৩ জেলেকে। চার ঘণ্টা চেষ্টা চালিয়ে রাতেই তাদের উদ্ধার করা হয়। অপহৃত ৫ জেলের পরিচয় পাওয়া যায়নি। অপহরণ করা ৫টি ট্রলারের মধ্যে তিনটির নাম জানা গেছে। এগুলো হলো এফ বি উষা, এফ বি মায়ের দোয়া ২, এফ বি রিনা। উদ্ধার জেলেরা হলেন- নাসির উদ্দিন, খলিল, আনসার, শামিম, রত্তন, শুক্কুর আলী, ছগির হোসেন, সাইদুল, জাহাঙ্গীর, আবুবকর, শহিদুল, ছবুর, মোস্তফা, মেহেদী, কাজল, স্বপন, দ্বিপাল, ইয়াসিন, মুকুন্ধ, হাছিরাম, বিশ্বেশর, রাজ প্রমুখ।

সর্বশেষ খবর