শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৩ ০০:০০ টা
মিরাজ হত্যা

জড়িত সন্দেহে আটক ৪

জড়িত সন্দেহে আটক ৪

যশোরের ঝিকরগাছায় স্কুলছাত্র মিরাজ হত্যায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলেন উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামের আরিফুল ইসলাম, লাউজানির মতিউর রহমান, মহসিন রেজা ও লক্ষণপুরের মামুন চৌধুরী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মিরাজকে অপহরণ ও হত্যার কথা স্বীকার করেছেন। র্যাব সূত্র জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আরিফুলকে আটক করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী গ্রেফতার করা হয় অন্য তিনজনকে। ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবিতে ২০ নভেম্বর উপজেলার লক্ষণপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে ষষ্ঠ শ্রেণীর ছাত্র মিরাজকে অপহরণ করে দুর্বৃত্তরা। ২৩ নভেম্বর যশোর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

 

 

সর্বশেষ খবর