শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৩ ০০:০০ টা
সুরঞ্জিতের জনসভায় বোমা হামলা

বাবরকে গ্রেফতার দেখানোর আবেদন

২০০৪ সালে দিরাইয়ে সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা বিস্ফোরণের ঘটনার মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে গ্রেফতার দেখাতে সুনামগঞ্জের আদালতে আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।

আদালত সূত্র জানায়, সিআইডি সিলেট কার্যালয়ের ওই মামলার তদন্তকারী কর্মকর্তার এক আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সুনামগঞ্জের আমলগ্রহণকারী আদালত জামালগঞ্জ জোনের বিচারক ইমাম হাসানের আদালতে বাবরকে হাজির করার দিন ধার্য ছিল। ১৮ দলের অবরোধের কারণে তাকে হাজির করতে না পারায় আগামী ৩০ ডিসেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করেন আদালত।

সর্বশেষ খবর