শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৩ ০০:০০ টা

হত্যা মামলার বাদীকে খুন করতে এসে ১০ সন্ত্রাসী আটক

নেত্রকোনার কলমাকান্দার সীমান্তবর্তী দক্ষিণ গোড়াগাও গ্রামে সাদেক হত্যা মামলার বাদি অ্যাড. খোরশেদ আলমকে খুন করতে এসে গতকাল এলাকাবাসীর হাতে আটক হয়েছেন ১০ ভাড়াটে সন্ত্রাসী। তাদেরকে ঢাকা থেকে ভাড়া করে আনা হয়েছিল। জানা গেছে, জমি বিরোধ নিয়ে গত ২৩ অক্টোবর দক্ষিণ গোড়াগাও গ্রামের সাদেক মিয়াকে তার সৎ ভাই সাজু মোড়ল লোকজন নিয়ে কুপিয়ে জখম করে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১ নভেম্বর তিনি মারা যান। এ ব্যাপারে তার অপর সৎ ভাই অ্যাড. খোরশেদ আলম সাজু মোড়লসহ ২৯ জনকে আসামি করে ৪ নভেম্বর থানায় মামলা করেন।

সর্বশেষ খবর