শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৩ ০০:০০ টা

লক্ষ্মীপুরে ২০ ঘরে লুটপাট, আহত ১০

লক্ষ্মীপুরের চরশাহী ইউনিয়নের জালিয়াকান্দি গ্রামের গোলন্দাজ বাড়িতে গতকাল সন্ধ্যায় ২০টি ঘরে লুটপাট চালিয়েছে সন্ত্রাসীরা। এ সময় তাদের হামলায় ১০ জন আহত হন। এতে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে বাড়ির মালিকদের দাবি। জানা যায়, সন্ধ্যায় স্থানীয় সোলায়মান ও কফিল উদ্দিন বাহিনীর সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্র নিয়ে গোলন্দাজ বাড়ির সামনের দোকানে উপস্থিত লোকজনকে মারধর করে ওই বাড়িতে প্রবেশ করে। বাড়ির লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে পেটায়। একের পর এক চৌধুরী মিয়া, শিপন, দুলাল, মজিব উল্যাহ, আবদুর রব ও নবী উল্যাহর ঘরসহ ২০টি ঘর থেকে টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে তারা।

সর্বশেষ খবর