শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৩ ০০:০০ টা

পাঁচ দিনেও উদ্ধার হয়নি গার্মেন্ট কর্মী

কুষ্টিয়ার মিরপুরে পুলিশ পরিচয়ে অপহরণের ৫ দিন পরও উদ্ধার হননি গার্মেন্ট কর্মী কালু মণ্ডল (৫৫)। এতে তার পরিবারের সদস্যরা এক অজানা আশঙ্কায় দিন কাটাচ্ছেন। গত রবিবার রাত ১১টার দিকে পুলিশের পোশাক পরিহিত একদল লোক কালু মণ্ডলকে নিজ বাড়ি মিরপুর উপজেলার কুর্শা গ্রাম থেকে অপহরণ করে নিয়ে যায়। নারায়ণগঞ্জের ম্যাঙ্ গার্মেন্টের নিরাপত্তা কর্মী কালু মণ্ডল রবিবার সকালে ছুটিতে বাড়িতে এসেছিলেন।

কালু মণ্ডলের ছেলে মিলন হোসেন জানান, রবিবার রাতে বাড়ির পাশের একটি চায়ের দোকানে বসেছিলেন তার বাবা। এ সময় একটি মাইক্রোবাসযোগে এসে পুলিশের পোশাক পরা ১০/১২ জন লোক রাইফেল উঁচিয়ে তার বাবাকে তুলে নিয়ে যায়। পরে কালুর পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তাকে আটকের কথা অস্বীকার করে পুলিশ। এ ব্যাপারে মিরপুর থানায় মামলায় দায়ের করতে চাইলে পুলিশ তা গ্রহণ করেনি। পরে জিডি করতে চাইলেও ফিরিয়ে দেয় থানার ওসি। তবে ওসি শহিদুল ইসলাম শাহীন অভিযোগ অস্বীকার করেছেন।

সর্বশেষ খবর