শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৩ ০০:০০ টা

ঘোড়াশালে ছাত্রদলের হামলায় ২ ছাত্রলীগ কর্মী নিহত

ঘোড়াশালে ছাত্রদলের হামলায় ২ ছাত্রলীগ কর্মী নিহত

নরসিংদীর ঘোড়াশাল পৌর এলাকায় ছাত্রদলের হামলায় দুই ছাত্রলীগ কর্মী নিহত ও সাতজন আহত হয়েছেন। গতরাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঘোড়াশাল পৌর ছাত্রলীগ সদস্য আনোয়ার হোসেন আনু (২৬) ও পলাশ থানা ছাত্রলীগ সদস্য শহিদুল হক মাসুম (২৭)।

জানা গেছে, অবরোধ কর্মসূচির প্রতিবাদে বৃহস্পতিবার রাতে ঘোড়াশাল সোহাগ সিনেমা হলের সামনে শতাধিক ছাত্রলীগ কর্মী প্রতিবাদ সভা করছিল। এসময় স্থানীয় ছাত্রদলকর্মী আবুল হাসেমের নেতৃত্বে বেশ কয়েকজন তাদের ওপর অতর্কিতে হামলা চালায়।

এতে পলাশ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন এবং ছাত্রলীগ কর্মী আনু ও মাসুমসহ ৭ জন গুরুতর আহত হন।

আহতদের মধ্যে পলাশ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আনু ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মাসুম মারা যান। অন্য আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ খবর