শনিবার, ১১ জানুয়ারি, ২০১৪ ০০:০০ টা
সড়ক দুর্ঘটনা : কুমিল্লায় নিহত ২

টাঙ্গাইলে ট্রেন-ট্রাক সংঘর্ষ নিহত ২, আহত ৫

টাঙ্গাইলে ট্রেন-ট্রাক সংঘর্ষে দুজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার সকাল পৌনে ১০টায় বঙ্গবন্ধু সেতু-ঢাকা কমলাপুর রেলসংযোগ সড়কের বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের টেংগুরিয়াপাড়া রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ট্রাকচালক সুজাত আলী (৩৬) ও শ্রমিক নিজাম উদ্দিন (৩০)। নিহতদের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। রেলক্রসিং পার হওয়ার সময় রংপুর এঙ্প্রেস ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ট্রাকটি রেললাইনের পাশর্্বভর্তী খাদে পড়ে পানিতে ডুবে যায়।

কুমিল্লা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম ও দাউদকান্দি উপজেলায় শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। চৌদ্দগ্রাম উপজেলার পদুয়ায় একটি কাভার্ডভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। বেলা আড়াইটায় এ দুর্ঘটনা ঘটে। কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীতমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কাভার্ডভ্যানের যাত্রী টাঙ্গাইল মির্জাপুরের রেজাউল করিম (৩৫) ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় কাভার্ডভ্যান এবং ট্রাকের চালক ও হেলপার আহত হন। আহত চারজনকে ফেনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ নিহতের লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এদিকে শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে গাড়িচাপায় মাছ ব্যবসায়ী মনির হোসেন (৩৮) নিহত হয়েছেন। ভোরে রিকশাভ্যানযোগে মৎস্য আড়তে যাওয়ার পথে দাউদকান্দি টোলপ্লাজার কাছে গাড়ির চাপায় তিনি মারা যান।

সর্বশেষ খবর