শনিবার, ১১ জানুয়ারি, ২০১৪ ০০:০০ টা
বুলডোজারে পেট্রলবোমা নিক্ষেপ

চা বাগানের ভূমি উদ্ধার

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর চা বাগানের ভূমি উদ্ধার করেছে জেলা প্রশাসন। গতকাল দখলদারদের অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে বাগানটির ভূমি উদ্ধার করা হয়। এদিকে, অভিযানের খবর পেয়ে দখলদাররা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে প্রতিরোধের ডাক দেয়। পরে তারা উচ্ছেদ অভিযানে ব্যবহৃত বুলডোজারে পেট্রলবোমা ছুড়ে মারে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম জানান, চা-শিল্পকে টিকিয়ে রাখতে আইনি প্রক্রিয়া সম্পন্নের পর অভিযান চালানো হয়েছে।

জানা গেছে, ২০১২ সালে সরকারি মালিকানাধীন ফতেহপুর চা বাগানের ইজারা প্রক্রিয়া সম্পন্ন করে ওসামন গনি প্রাইভেট লিমিটেড। পরে স্থানীয় একটি চক্র বাগানের জায়গা দখল করে ঘর-বাড়ি নির্মাণ ছাড়াও চা উৎপাদনে বাধাসহ নানাভাবে প্রতিবন্ধকতা শুরু করে। পরে আইনি প্রক্রিয়া শেষে গতকাল সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আরডিসি মনির হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে।

সর্বশেষ খবর