শনিবার, ১১ জানুয়ারি, ২০১৪ ০০:০০ টা

২৭৯ টাকার ওষুধ ৭৮০

মেহেরপুর জেনারেল হাসপাতাল গেটে মেহেরুল্লা ফার্মেসির বিরুদ্ধে রোগীর স্বজনদের ঠকিয়ে ২৭৯ টাকার ওষুধ ৭৮০ টাকায় বিক্রির অভিযোগ পাওয়া গেছে। শহরের তাঁতিপাড়ার সৈয়দ আবদুল্লাহ বাপ্পি মেহেরপুর জেলা প্রশাসক, সিভিল সার্জনসহ বিভিন্ন দফতরে একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে জানা গেছে, সোমবার তাঁতিপাড়ার বাপ্পির স্ত্রীর সনিয়াকে ডেলিভারির কারণে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পর দিন বাপ্পি হাসপাতাল গেটের মেহেরুল্লা ফার্মেসি থেকে কয়েকটি প্রয়োজনীয় ওষুধ কেনেন। পরে শহরের অন্য কয়েকটি দোকানে ওষুধের মূল্য যাচাই করে তিনি জানতে পারেন ২৭৯ টাকার ওষুধ ৭৮০, ১২ টাকার ইনজেকশন ১০০ টাকাসহ বিভিন্ন ওষুধের মূল্য কয়েক গুণ বেশি নেওয়া হয়েছে। মেহেরুল্লা ফার্মেসির মালিক মিয়া বলেন, ইনজেকশন ইফিড্রিনের দাম ১২ টাকা হলেও এখানে তা বিক্রি হয় ২০০-৪০০ টাকায়। তিনি আরও বলেন- 'লিখবেন লিখেন, একটু ভালো করে লিখেন। আমার কিছু হবে না, ক্ষণিকের অপমান-অপদস্থ আর কিছু না।'

সর্বশেষ খবর