শনিবার, ১১ জানুয়ারি, ২০১৪ ০০:০০ টা

চাঁদপুর মৎস্য বিভাগ চলছে ভারপ্রাপ্ত কর্মকর্তা দিয়ে

চাঁদপুর ইলিশ-খ্যাত মেঘনা অববাহিকা অঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা হওয়া সত্ত্বেও জেলার সাত উপজেলার দায়িত্ব পালন চলছে ভারপ্রাপ্ত কর্মকর্তা দিয়ে। গুরুত্বপূর্ণ এ জেলার কচুয়া ও সদর উপজেলা ব্যতীত মতলব (উত্তর), মতলব (দক্ষিণ), শাহারাস্থি, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ ও হাইমচর উপজেলায় পূর্ণাঙ্গ কর্মকর্তা না থাকায় মৎস্য দফতরগুলোর সঙ্গে সংশ্লিষ্টদের কাজকর্মে চরম হতাশা ও হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। কচুয়া উপজেলা ছাড়া সদর উপজেলায় অতিরিক্ত দায়িত্বে রয়েছেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আজিজুর রহমান। নবাগত জেলা মৎস্য কর্মকর্তা শফিকুর রহমান জানান, আগামী জুন মাসের মধ্যে সারা দেশে লোকবল নিয়োগ করা হবে। তখন হয়তো চাঁদপুরেও কিছু পদে কর্মকর্তা পাওয়া যাবে।

সর্বশেষ খবর