রবিবার, ১৯ জানুয়ারি, ২০১৪ ০০:০০ টা

কুবিতে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ পুলিশের গাড়ি ও মেস ভাঙচুর

কুবিতে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ পুলিশের গাড়ি ও মেস ভাঙচুর

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসে ছাত্রলীগ-ছাত্রদল ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও তিন কনস্টেবলসহ আহত হয়েছেন ২০ জন। এ সময় ভাঙচুর করা হয় পুলিশের তিনটি গাড়ি, ছাত্রদলের দুটি মেসসহ স্থানীয় ৫/৬টি বাড়ি। ঘটানো হয় কয়েকটি ককটেল বিস্ফোরণ। ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের স্বাগত জানানোকে কেন্দ্র করে গতকাল এ ঘটনা ঘটে।

পুলিশ ও শিক্ষার্থীরা জানান, নবীন ছাত্র-ছাত্রীদের স্বাগত জানানোর জন্য ছাত্রদল বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক নুরুল আলম চৌধুরী নোমানের নেতৃত্বে তার সমর্থকরা ক্যাম্পাসে স্লোগান দেন। এ সময় ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মাহমুদুর রহমান মাসুম ও যুগ্ম আহ্বায়ক আল আমিন অর্নবের নেতৃত্বে একটি গ্রুপ তাদের ওপর হামলা চালালে উভয়পক্ষে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। আধ ঘণ্টা ধরে চলা ধাওয়া-পাল্টা ধাওয়ায় সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী সাখাওয়াত ও তিন পুলিশ সদস্যসহ ২০ জন আহত হন। আহতদের মধ্যে পুলিশের গুলিতে বিদ্ধ জীবন নামে এক ছাত্রলীগ কর্মীর অবস্থা আশঙ্কাজনক। সংঘর্ষ চলাকালে ভাঙচুর করা হয় সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার গাড়িসহ পুলিশের তিনটি গাড়ি। পরে ছাত্রলীগ কর্মীরা কুবি ক্যাম্পাসের অদূরে সালমানপুর এলাকায় ছাত্রদল অধ্যুষিত দুটি ছাত্রাবাসে ভাঙচুর ও লুট করে। এ সময় গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে ছাত্রলীগ কর্মীদের ধাওয়া করেন। ছাত্রদল বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক নুরুল আলম চৌধুরী নোমান বলেন, 'আমরা নবীন ছাত্র-ছাত্রীদের স্বাগত জানাচ্ছিলাম। এ সময় মাসুম ও অর্নবের নেতৃত্বে ছাত্রলীগ কর্মীরা আমাদের ওপর হামলা করে। ভাঙচুর লুটপাট করে দুটি ছাত্রাবাসে।' এ ঘটনায় ছাত্রদলের ৬/৭ জন আহত হয়েছেন বলে জানান তিনি। অপরদিকে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক আল আমিন অর্নব জানান, নবীন ছাত্রছাত্রীদের স্বাগত জানাচ্ছিলেন তারা। এ সময় ছাত্রদলের উসকানিমূলক কথাবার্তায় সংঘর্ষ বাধে। সংঘর্ষে আহত হন তাদের ৭/৮ জন কর্মী। এরমধ্যে পুলিশের গুলিতে আহত জীবনের অবস্থা গুরুতর। এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম জানান, সংঘর্ষ চলাকালে তাদের তিনটি গাড়ি ভাঙচুর হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

 

 

সর্বশেষ খবর