রবিবার, ১৯ জানুয়ারি, ২০১৪ ০০:০০ টা

প্রাচীন ঐতিহ্যের স্থাপনা খুঁজতে কালিয়াকৈরে খনন কাজ শুরু

প্রাচীন ঐতিহ্যের নিদর্শন খুঁজতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢোলসমুদ্র মুটেরচালা এলাকায় শনিবার বিকালে খনন কাজ শুরু হয়েছে। জানা গেছে, প্রায় ১২শ' বছর আগে যষোধামাধব পাল কালিয়াকৈরের ওই এলাকায় রাজত্ব করতেন। আবার কেউ কেউ বলছেন, এখানে সেন বংশের রাজত্ব ছিল। কালের আবর্তনে হারানো ঐতিহ্য খুঁজে বের করার জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঢাকা বিভাগের আঞ্চলিক পরিচালক ড. আতাউর রহমানের নেতৃত্বে শনিবার খনন কাজ শুরু হয়। এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাজীপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল্লাহ সাজ্জাদ। বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান, চাপাইর ইউপি চেয়ারম্যান সাইফুজ্জামান সেতু প্রমুখ।

সর্বশেষ খবর