সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৪ ০০:০০ টা

তিন পর্যটককে পাচারকারীর হাতে তুলে দিল পুলিশ

তিন পর্যটককে পাচারকারীর  হাতে তুলে দিল পুলিশ

কঙ্বাজারে ভ্রমণ করতে আসা তিন পর্যটককে আটকের পর টাকার বিনিময়ে আদম পাচারকারীদের হতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ওই তিন পর্যটকদের মধ্যে একজন এলাকাবাসীর সহায়তায় উদ্ধার হলেও অন্য দুজনকে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় পর্যটন এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, যশোরের ঝিকরগাছার ফারুক হোসেন (২৫), চৌগাছার মকুবুল হোসেন (২৮) ও রাসেল (২৫) শুক্রবার কঙ্বাজার ভ্রমণে আসেন। শনিবার বেলা ১১টায় কঙ্বাজার শহর থেকে মেরিনড্রাইভ রোড দিয়ে টেকনাফ যাওয়ার পথে উখিয়ার ইনানী ফাঁড়ির পুলিশের জেরার মুখে পড়েন। ওই পর্যটকদের দুই ঘণ্টা ফাঁড়িতে আটকে রাখার পর চিহ্নিত আদম পাচারকারীদের কাছে টাকার বিনিময়ে বিক্রি করে দেন পুলিশ সদস্যরা। পাচারকারীরা পর্যটকদের আস্তানায় নিয়ে যাওয়ার সময় সোনারপাড়া বাজারে পেঁৗছলে ফারুক চিৎকার শুরু করে। তার চিৎকারে ওই গ্রামের গোরা মিয়া ও শামশুল আলমসহ কয়েকজন পাচারকারীদের ধাওয়া দিয়ে ফারুককে উদ্ধার করে। গতকাল সকালে ফারুক কঙ্বাজার সদর থানার সহকারী পুলিশ সুপার (সার্কেল) ছত্রধর ত্রিপুরা কার্যালয়ে অভিযোগ করেন। ফারুক জানান, পুলিশ তাদের মালয়েশিয়াগামী যাত্রী মনে করে প্রথমে ফাঁড়ির একটি কক্ষে আটকে রাখে এবং পরে অপরিচিত লোকদের হাতে তুলে দেন। তবে ইনানী ফাঁড়ির ইনচার্জ মো. সাঈদ মিয়া জানিয়েছেন, শনিবার ছুটিতে থাকায় বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার ছত্রধর ত্রিপুরা ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, ওই পর্যটককে লিখিতভাবে অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

 

 

সর্বশেষ খবর