সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৪ ০০:০০ টা

প্রভাবশালীদের অত্যাচারে ভিটাছাড়া দুই পরিবার

প্রভাবশালীদের অত্যাচারে বাপ-দাদার ভিটামাটি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে দুটি পরিবার। ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও সদর উপজেলার ধুমেরহাট গ্রামে। পাকা-কাঁচা ঘর ভেঙে নিয়ে অন্য জায়গায় নতুন করে ঘর তুলেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী তারাব উদ্দীন জানান, প্রতিবেশী রফিকুল ইসলাম, মফিজুল, মাহারুলসহ বংশপরম্পরায় কয়েকজন অংশীদারের চোখ পড়ে তার ভিটাবাড়ির প্রতি। তাকে দীর্ঘদিন থেকে জমিসহ বাড়ি বিক্রি করে দেওয়ার জন্য চাপ দিতে থাকে। এতে রাজি না হওয়ায় তারা লোক ভাড়া করে তারাবের বাড়ির একাংশে বেড়া দিয়ে দখল করে নেন। তিনি মামলা করলে বেড়ে যায় অত্যাচারের মাত্রা। শুধু তাই নয়, তারাবের পক্ষে যারা সাক্ষ্য দিয়েছেন, তাদের ওপরও নেমে আসে নির্যাতন। এতে ভীতসন্ত্রস্ত হয়ে সাত্তার নামে আরও একটি পরিবার বসতভিটা ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে। স্থানীয়রা জানান, তারাবের বিরুদ্ধে মিথ্যা মামলা ও নানা নির্যাতন চালিয়ে তাকে ভিটামাটি ছাড়া করা হয়েছে। কেউ অন্যায়ের প্রতিবাদ করলে তাদের ওপরও শারীরিক ও মানসিক নির্যাতন চালায় রফিকুলের লোকজন। রুহিয়া ইউপি চেয়ারম্যান জানান, জমি বিরোধ নিয়ে অনেক বার সালিশ বৈঠক হয়েছে। কিন্তু রফিকুল, মফিজুলরা তা মানছেন না।

সর্বশেষ খবর