সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৪ ০০:০০ টা

গফরগাঁওয়ে পরীক্ষার্থীদের থানা ঘেরাও

ময়মনসিংহের গফরগাঁওয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিতে প্রবেশপত্র না পাওয়ায় রৌহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফ আহম্মেদের বিরুদ্ধে দুই শতাধিক পরীক্ষার্থী গতকাল সকালে ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে বিক্ষোভ মিছিল করেছে। এ সময় তারা গফরগাঁও থানা ঘেরাও করে রাখে। পরে তারা গফরগাঁও-বরমী সড়ক ও রেলস্টেশনে আন্তঃনগর তিস্তা ট্রেন অবরোধের চেষ্টা চালায়। বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা রৌহা উচ্চ বিদ্যালয়ে হামলা চালিয়ে দরজা জানালা ভাঙচুর করে বলেও জানা যায়। হামলাকারী পরীক্ষার্থীদের বাড়ি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে। রৌহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফ আহম্মেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া সম্ভব হয়নি। তার মুঠোফোন দুটিও রয়েছে বন্ধ। এ ব্যাপারে ইউএনও রেজাউল বারী জানান, তদন্তপূর্বক ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর