সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৪ ০০:০০ টা

শার্শায় চাঁদা না পেয়ে বিএনপি কর্মীকে ছুরিকাঘাতে হত্যা

যশোরের শার্শায় চাঁদা না পেয়ে এক বিএনপি কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করেছে সন্ত্রাসীরা। ভোলায় গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঝিনাইদহে শিশুর বস্তাবন্দী, ব্রাহ্মণবাড়িয়া ও পটুয়াখালীর কলাপাড়ায় দুই যুবকের লাশ এবং টাঙ্গাইলে খণ্ডিত হাত-পা ও মস্তক উদ্ধার করেছে পুলিশ। 
বেনাপোল : চাঁদা না পেয়ে যশোরের শার্শা বাজারে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে খুন হয়েছেন বিএনপি কর্মী ওসমান গনি। ওসমান শুক্রবার বিকালে বাজারে তার ভগ্নিপতি সাইফুল ইসলামের সারের দোকানে বসে ছিলেন। এ সময় শ্যামলাগাছি গ্রামের শিবলু, বাবলা ও আজগর আলী ওসমানের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দেওয়ায় সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। যশোর ২৫০ শয্যা হাসপাতালে রাতেই তার মৃত্যু হয়। ভোলা : সদর উপজেলার ইলিশা ব্যারিস্টারের কাচারি এলাকায় গৃহবধূ কমলাকে শনিবার রাতে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল তার লাশ উদ্ধার করেছে পুলিশ। ঝিনাইদহ : ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শ্রীরামপুর ব্রিজের নিচ থেকে গতকাল লক্ষ্মী রানী নামে এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। লক্ষ্মী শৈলকুপার বসন্তপুর গ্রামের নেপাল চন্দ্রের মেয়ে। ব্রাহ্মণবাড়িয়া : আখাউড়ায় জামাল মিয়া নামে এক বাক প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আখাউড়া পৌরশহরের মসজিদ পাড়ার একটি পুকুর থেকে গতকাল তার লাশ উদ্ধার করা হয়।

সর্বশেষ খবর