সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৪ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনা নিহত ৬

ভোলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় যুবসংহতির নেতা নিহত ও এক যুবক আহত হয়েছেন। এ ছাড়া সিলেট, টাঙ্গাইল, শেরপুর, পঞ্চগড় ও বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও আহত হয়েছেন ৩০ জন। ভোলা : সদর উপজেলার ভোলা-ভেদুরিয়া সড়কে গতকাল মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় যুবসংহতির নেতা নিজামউদ্দিন নিহত হয়েছেন। নিজামউদ্দিন জাতীয় যুবসংহতির ভেদুরিয়া ৬ নম্বর ওয়ার্ড সভাপতি ছিলেন। এ সময় গুরুতর আহত হন নিজামের সঙ্গে থাকা বশির নামের এক যুবক। সিলেট : বিয়ানীবাজার উপজেলার কাকুরা নামক স্থানে গতকাল নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে এক যাত্রী নিহত ও ১৫ জন আহত হয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় জানা যায়নি। টাঙ্গাইল : সদর উপজেলার রসুলপুরে গতকাল দুপুরে ট্রাক-টেম্পো সংঘর্ষে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেরপুর : শেরপুর-ঝিনাইগাতী সড়কের আহম্মদ নগরে গতকাল যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আবদুস সালাম নামে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ যাত্রী। পঞ্চগড় : তেঁতুলিয়া উপজেলায় গতকাল বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী গোলাম মোস্তফা নিহত হয়েছেন। মোস্তফা উপজেলার ডাকবদলী গ্রামের শ্রমিক সমারুদ্দিনের ছেলে। বাগেরহাট : সদর উপজেলার ফতেপুর বাজার এলাকায় গতকাল ট্রাকের ধাক্কায় আবদুর রাজ্জাক নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রাজ্জাকের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া তেলিখালী গ্রামে।

সর্বশেষ খবর