সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৪ ০০:০০ টা

এক পলক

শ্রমিক বিক্ষোভ
ডেমরায় বকেয়া-বেতনের দাবিতে জহুরা-কামাল ফ্যাশন অ্যান্ড সুয়েটার ফ্যাক্টরির শ্রমিকরা বিক্ষোভ করেছে। রবিবার দুপুরে ডেমরার সারুলিয়া রানীমহল সিনেমা হলের পেছনে অবস্থিত জহুরা-কামাল ফ্যাশন অ্যান্ড সুয়েটার ফ্যাক্টরির মেইন গেইটে অবস্থান নিয়ে শ্রমিকরা এ বিক্ষোভ করেছে।
-রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

গ্রেফতার
সোনারগাঁ উপজেলার মেঘনা নদীর চর কিশোরগঞ্জ এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় কোস্টগার্ড ও ভ্রাম্যমাণ আদালত একটি ড্রেজার জব্দ ও ৯ জনকে আটক করে জরিমানা করেছে। গতকাল রবিবার রাতে এ ঘটনা ঘটে। 
-সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 

সংবর্ধনা
গাজীপুর-২ আসনে মো. জাহিদ আহসান রাসেল তৃতীয়বারের মতো এমপি নির্বাচিত হওয়ায় জাতীয় শ্রমিক লীগ টঙ্গী আঞ্চলিক শাখার উদ্যোগে গতকাল সংবর্ধনা দেওয়া হয়েছে। শ্রমিকলীগ টঙ্গী আঞ্চলিক শাখার ভারপ্রাপ্ত সভাপতি এ কে এম গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও অধ্যক্ষ জাহিদ আল মামুনের সঞ্চালনায় টঙ্গী স্টেশনরোড এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজমত উল্লা খান, সাবেক সংসদ সদস্য কাজী মোজাম্মেল হক, মো. ফজলুল হক, বেগম শামসুন্নাহার ভূঁইয়া, মো. মতিউর রহমান মতি, থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাজী সেলিম প্রমুখ। 
-টঙ্গী প্রতিনিধি

সাত এসি রদবদল

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সাত সহকারী কমিশনার (এসি) পদে রদবদল হয়েছে। গতকাল বিকালে সিএমপির কমিশনার শফিকুল ইসলাম রদবদলের এ আদেশ দেন। সিএমপির উপ-পুলিশ কমিশনার মাসুদ উল হাসান জানান, প্রশাসনের গতিশীলতা আনতে প্রায় সময় রুটিং ওয়ার্কের অংশ হিসেবে রদবদল করা হয়। -নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

 

বন্যহাতির আক্রমণে নিহত

কঙ্বাজারের নাইক্ষ্যংছড়ির কুরিক্ষং ওয়াচ্ছাখালি গ্রামে বন্য হাতির আক্রমণে গতকাল রাবার বাগানে কর্মরত এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত রাবার শ্রমিক মৌলভিবাজারের বড়লেখার আইয়ুব আলীর ছেলে এনাম উদ্দিন।

-কঙ্বাজার প্রতিনিধি

 

অগি্নকাণ্ড

গতকাল দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুতের শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে প্রায় ৮০০ বিঘা জমির আখক্ষেত পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার অধিক ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত চাষিরা। এদিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পুঠিয়া বাজারে ভয়াবহ শনিবার রাতে অগি্নকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।

-চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জ প্রতিনিধি

 

উঠান বৈঠক

সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী পংকি খানের সমর্থনে পৃথক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দেওকলস ইউপির দাউদপুর, মজলিসপুর ও দশঘর ইউপির বাউসী গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পংকি খান প্রধান অতিথির বক্তব্য দেন। এছাড়াও স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।

-বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

 

 

সর্বশেষ খবর