সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৪ ০০:০০ টা
ফলোআপ : ফেনীতে সোনার দোকানে ডাকাতি

ব্যবসায়ীদের আলটিমেটাম

শহরের আবেদিন জুয়েলার্সে ডাকাতির ঘটনায় ফেনী জেলা জুয়েলার্স সমিতির ডাকে গতকাল জেলার সব জুয়েলারি দোকানে ধর্মঘট পালিত হয়েছে। এছাড়া ফেনী প্রেসক্লাবের সামনে জেলা জুয়েলারি মালিক সমিতি মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। 
এদিকে আবেদিন জুয়েলার্সের স্বত্বাধিকারী রিফাত আবেদিন রোমেল সকালে ফেনী মডেল থানায় অজ্ঞাত ৭/৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন। ডাকাতরা তার দোকান থেকে ১ কোটি ৩৭ লাখ ২৮ হাজার টাকা মূল্যের ৩১২ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় বলে মামলায় উল্লেখ করেন। 
এদিকে ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে কুমিল্লার চৌদ্দগ্রামে পিস্তল, ১২টি ককটেল, ৩টি মুখোশ ও কয়েকটি চাপাতিসহ একজনকে আটক করেছে পুলিশ। ফেনীর (ভারপ্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল হক জানান, ঘটনার তদন্তে চট্টগ্রাম থেকে সিআইডির ৫ সদস্যের একটি বিশেষ টিম ফেনীতে এসে কাজ শুরু করেছে।
প্রসঙ্গত, শনিবার রাত ৭টার দিকে শহরের বড় বাজারের খাজা আহম্মদ লেনের আবেদিন জুয়েলার্সে ঢুকে কর্মচারীদের অস্ত্রের মুখে জিন্মি করে ব্যাপক লুটপাট চালায়।

সর্বশেষ খবর