সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৪ ০০:০০ টা

টঙ্গীতে এসএসসি পরীক্ষা দিতে পারেনি ৯ ছাত্র

গাজীপুর বোর্ড বাজার এলাকার ইউনিক এডুকেয়ার স্কুল, টঙ্গীর মধুুমিতা রোডের মেহের নিগার স্কুল অ্যান্ড কলেজ ও আরিচপুর জামাইবাজার এলাকার ডেফোডিল স্কুল অ্যান্ড কলেজসহ তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৯ শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিতে পারেনি। জনপ্রতি ২০ থেকে ৩০ হাজার টাকা নিয়েও পরীক্ষা দেওয়ার সুযোগ না পাওয়ায় এক প্রধান শিক্ষককে মারধর ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। জানা গেছে, ইউনিক এডুকেয়ার স্কুলের ছাত্র মো. ফরহাদ হোসেন টঙ্গীর মুন্নু টেঙ্টাইল মিলস উচ্চ বিদ্যালয় থেকে নিবন্ধন করিয়ে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার ব্যবস্থা করে কর্তৃপক্ষ। কিন্তু প্রবেশপত্র না পাওয়ায় ফরহাদ গতকাল টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ কেন্দ্রে এসে পরীক্ষায় অংশ নিতে পারেনি। পরীক্ষা না দিতে পেরে কান্নাকাটি শুরু করে। এ সময় সেখানে উপস্থিত অভিভাবকরা ঘটনা জানতে পেরে ইউনিক এডুকেয়ার স্কুলের প্রধান শিক্ষক আবদুল মালেককে মারধর করেন। এ ব্যাপারে মুন্নু টেঙ্টাইল মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই ২০ হাজার টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, ছাত্ররা পরীক্ষা না দিতে পারার বিষয়ে তিনি কিছুই জানেন না। 
টঙ্গী মডেল থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, পরীক্ষা না দিতে পারার বিষয়টি দুঃখজনক।

সর্বশেষ খবর