শুক্রবার, ১৪ মার্চ, ২০১৪ ০০:০০ টা

আওয়ামী লীগে তিন বিদ্রোহী, বিএনপির একক

আওয়ামী লীগে তিন বিদ্রোহী, বিএনপির একক

পঞ্চম ধাপে অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জের ৩টি উপজেলা রূপগঞ্জ, সোনারগাঁও ও আড়াইহাজারে চেয়ারম্যান পদে মোট ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে নারায়ণগঞ্জের আড়াইহাজারে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপি একক প্রার্থী দিতে সক্ষম হয়েছে। সোনারগাঁয় বিএনপি চেয়ারম্যান পদে একক প্রার্থী দিতে পারলেও আওয়ামী লীগে রয়েছেন দুই বিদ্রোহী প্রার্থী। রূপগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলে চেয়ারম্যান পদে একজন করে বিদ্রোহী প্রার্থী রয়েছেন। তবে রূপগঞ্জ উপজেলা বিএনপির বিদ্রোহী প্রার্থী যুবদলের কেন্দ্রীয় নেতা দীপু ভূঁইয়ার অনুসারী থানা যুবদলের সভাপতি গোলাম মো. ফারুককে যুবদল থেকে বহিষ্কার করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। যুবদলের কেন্দ ীয় নির্বাহী কমিটির দফতর সম্পাদক কাজী রফিক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।  এদিকে বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত নির্বাচনে অংশ নেওয়া চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক পেয়ে প্রার্থীরা কর্মী-সমর্থকদের নিয়ে আনন্দ করতে করতে এলাকায় ফিরে যান।
খোঁজ নিয়ে জানা গেছে, রূপগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান ভূঁইয়া। বিদ্রোহী প্রার্থী উপজেলা বিআরডিবির চেয়ারম্যান এবং থানা আওয়ামী লীগের সদস্য আনিফ মাহমুদ আওরঙ্গ। বিএনপির প্রার্থী অ্যাডভোকেট মাহফুজুর রহমান আকন্দ। ইসলামী আন্দোলনের প্রার্থী মো. কেরামত আলী।
আড়াইহাজারে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান মো. শাহজালাল মিয়া এবং বিএনপির গাজী এমএ মাসুদ মিলন। কোনো দলের পদ-পদবিতে না থাকা আরেক প্রার্থী শরিফুল ইসলাম কখনো আওয়ামী লীগ আবার কখনো বিএনপি বিদ্রোহী প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে। তবে কেউ স্বীকার করে নিচ্ছে না। ইসলামী আন্দোলনের প্রার্থী ছাদেকুর রহমান। আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি বদরুজ্জামান খান খসরু জানান, আড়াইহাজারে বিএনপি কোনো বিদ্রোহী প্রার্থী নেই। থাকলে রূপগঞ্জের মতই বহিষ্কার হতেন।
সোনারগাঁ আওয়ামী লীগে অভ্যন্তরীণ কোন্দল এতটাই প্রকট যে, এ উপজেলায় আওয়ামী লীগেরই ২ জন বিদ্রোহী প্রার্থী রয়েছে। তবে বর্তমান উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেনকে আওয়ামী লীগ থেকে সমর্থন দেওয়া হয়েছে। বিদ্রোহী প্রার্থী হিসেবে আছেন, থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম এবং থানা কমিটির সদস্য আবু হোসেন চৌধুরী ছাইদুল। এ উপজেলায় বিএনপির একক প্রার্থী হিসেবে আছেন থানা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নান। ইসলামী আন্দোলনের প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন মো. শেখ সাদী।
সোনারগাঁয়ে প্রতীক বরাদ্দ : চেয়ারম্যান পদে আজহারুল ইসলাম মান্নান (ঘোড়া), মাহফুজুর রহমান কালাম (দোয়াত কলম), মো. মোশারফ হোসেন (আনারস), শেখ শাদী (মোটর সাইকেল) ও আবু হোসেন চৌধুরী সাইদুল (কাপ পিরিচ)। ভাইস চেয়ারম্যান পদে শাহ আলম রূপন (তালা), নেকবর হোসেন নাহিদ (টাইপ রাইটার), বেলায়েত হোসেন (বই), ইকবাল হোসেন ভূইঁয়া (টিউব ওয়েল), এম জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া (উড়োজাহাজ), শাহিদুর রহমান স্বপন ( চশমা), সালাউদ্দিন সালু (মাইক), মো. আবু তালেব চৌধূরী জিসান ((বাল্ব), আবুল হাসেম (সিংহ), আনোয়ার হোসেন (টিয়াপাখি ) ও হাজী মফিজুলের প্রতীক জানা যায়নি। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাসিমা আক্তার (পদ্ম ফুল), কোহিনুর ইসলাম রুমা ( ফুটবল), এডভোকেট নূর জাহান (কলস), সালমা আক্তার (হাঁস) ও হালিমা বেগম (সেলাই মেশিন)।
সেনবাগে চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা
নোয়াখালী প্রতিনিধি : তৃতীয় দফার উপজেলা পরিষদ নির্বাচনের আচারণবিধি লঙ্ঘনের অপরাধে  নোয়াখালীর সেনবাগের চেয়ারম্যান প্রার্থী কাজী মফিজুর রহমানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকালে সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলটন রায় এ জরিমানা করেন। এর আগে বুধবার সন্ধ্যায় চেয়ারম্যান প্রার্থী কাজী মফিজুর রহমানসহ ১ ভাইস-চেয়ারম্যান ও ১ মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীকে ২০ হাজার টাকা জরিমানা করেছিলেন ভ্রাম্যমাণ আদালত।

 

সর্বশেষ খবর