সোমবার, ১৪ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা

তিন জেলায় ডেমু চলাচল বন্ধ, জনদুর্ভোগ চরমে

তিন জেলায় ডেমু চলাচল বন্ধ, জনদুর্ভোগ চরমে

দিনাজপুরের পার্বতীপুর-ঠাকুরগাঁও-লালমনিরহাট রেলপথে গত এক সপ্তাহ ধরে ডেমু ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে এই পথে যাতায়াতকারী ডেমু ট্রেনের যাত্রী সাধারণ চরম দুর্ভোগে পড়েছে। অপরদিকে ট্রেন দুটি পার্বতীপুর রেলওয়ে ডিজেল ইঞ্জিন মেরামত কারখানায় পড়ে রয়েছে। কবে চালু হবে তা রেলওয়ে স্টেশন মাস্টার বলতে পারছেন না। পার্বতীপুর রেলওয়ে জংশন থেকে দিনাজপুর হয়ে ঠাকুরগাঁও পর্যন্ত একটি এবং রংপুর হয়ে লালমনিরহাট পর্যন্ত একটি। এই দুটি ডেমু ট্রেন এই দুই রেলপথে নিয়মিত চলাচল করত।

কিন্তু ৬ এপ্রিল থেকে এই দুই রেলপথে ডেমু ট্রেন চলাচল সম্পূর্ন বন্ধ রয়েছে।

পার্বতীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শেখ আবদুল জব্বার বলেন, পার্বতীপুর-ঠাকুরগাঁও-লালমনিরহাট রেলওয়ে রুটে চলাচলকারী এক জোড়া ডেমু ট্রেনের একটির ইঞ্জিন বিকল এবং অন্যটি দুষ্কৃতকারী কর্তৃক ঠাকুরগাঁও রুটে ভাঙচুর হওয়ার কারণে ৬ এপ্রিল থেকে এসব রুটে ডেমু ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, মেরামতের চেষ্টা চলছে। তবে কবে নাগাদ চালু হবে তা নিশ্চিত করে রেল কর্তৃপক্ষ বলতে পারছে না।

 

সর্বশেষ খবর