সোমবার, ১৪ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা
লালমনিরহাট গোশালা সোসাইটি

১০ কোটি টাকা জালিয়াতি আট কর্মকর্তা আটক

লালমনিরহাটের ঐতিহ্যবাহী হিন্দু ধর্মীয় ট্রাস্ট প্রতিষ্ঠান শ্রী শ্রী গৌরীশংকর গোশালা সোসাইটির প্রায় ১০ কোটি টাকা মূল্যের সম্পদ জালিয়াতির অভিযোগে দায়েরকৃত মামলায় সোসাইটির কর্মকর্তা ও কর্মচারীসহ আটজনকে জেলহাজতে পাঠিয়েছেন জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। রবিবার দুপুরে মামলাটির দীর্ঘ শুনানি শেষে এক জনাকীর্ণ আদালত আসামিদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর এ নির্দেশ দেন। আসামিরা হলেন- শ্রী শ্রী গৌরীশংকর গোশালা সোসাইটির সহ-সভাপতি শ্রী রজনীকান্ত বর্মন, সহসাধারণ সম্পাদক শ্রী নারায়ণ চন্দ্র রায়, কার্যকরী সদস্য অবিনাশ চন্দ্র রায়, নলিনীকান্ত বর্মন, কমলা রঞ্জন রায়, সোসাইটির কর্মচারী গোপাল বর্মন, গৌরীশংকর প্রাথমিক বিদ্যালয়ের পরিচালক শিক্ষক খায়রুল ইসলাম খন্দকার ও শিক্ষক শৌমেন্দ্রনাথ রায়। এই মামলার অন্যতম আসামি সোসাইটির সভাপতি আইনজীবী অ্যাড. মহেন্দ্রনাথ বর্মন ও সাধারণ সম্পাদক বীরেন্দ্রনাথ রায় বর্তমানে অন্তর্বর্তীকালীন জামিনে রয়েছেন।

সর্বশেষ খবর