সোমবার, ১৪ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা

১৬ ঘণ্টা বিদ্যুৎহীন ময়মনসিংহ

টানা ১৬ ঘণ্টা বিদ্যুৎহীন ছিল ময়মনসিংহ। শনিবার রাতে বজ পাতে শহরের কেওয়াটখালী গ্রিডের বিদ্যুৎ উপকেন্দ্রের ৩৩ কেভি বাস অ্যান্ড ব্রেকার পুড়ে যাওয়ায় ১৬ ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকে গোটা ময়মনসিংহ জেলায়। এর ফলে জেলার বাসিন্দাদের অসহনীয় দুর্ভোগের মুখে পড়তে হয়। জানা গেছে, শনিবার রাত ১টার দিকে ময়মনসিংহের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে ও বজ পাতের ফলে উপকেন্দ্রের ৩৩ কেভি বাস অ্যান্ড ব্রেকার পুড়ে যায়। ফলে ওই সময় থেকেই ময়মনসিংহ শহর ও ১২টি উপজেলায় বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সংযোগ। দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকে জামালপুর, শেরপুর ও নেত্রকোনার জেলারও। বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় প্রচণ্ড গরমে ছটফট করতে থাকে স্থানীয় বাসিন্দারা। বিদ্যুৎ না থাকায় শহরের মাসকান্দা বিসিক শিল্প নগরীতে ক্ষুদ্র শিল্পের উৎপাদনে ধস নামে। সংশ্লিষ্ট সূত্র জানায়, রবিবার সকাল থেকেই পুড়ে যাওয়া ৩৩ কেভি বাস অ্যান্ড বেকার মেরামত কাজ শুরু হয়। পরে রবিবার বিকাল ৪টার দিকে ময়মনসিংহ শহরের বিভিন্ন এলাকায় এবং বিকাল ৫টা নাগাদ গোটা জেলায় এবং বৃহত্তর ময়মনসিংহের জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলায় বিভিন্ন এলাকায় লোডশেডিংয়ের মাধ্যমে পুনরায় বিদ্যুৎ সংযোগ চালু হয়।

সর্বশেষ খবর