শনিবার, ১৭ মে, ২০১৪ ০০:০০ টা

১৪ পরিবারের ৪০ ঘর পুড়ে ছাই

পঞ্চগড়ের বোদায় ভয়াবহ অগি্নকাণ্ডে ১৪ পরিবারের ৪০টি বসতঘর পুড়ে গেছে। পুড়ে ছাই হয়েছে গবাদিপশু ও টাকা। বৃহস্পতিবার গভীর রাতে অগ্নিকাণ্ডের এই ঘটনাটি ঘটে উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের সোনাপুর গ্রামে । প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গ্রামের খামিরুল ইসলামের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাতের পর মুহূর্তের মধ্যে এক ঘর থেকে অন্য ঘরে ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্তরা জানান, ঘরের আসবাবপত্র, ধান, গম ,গবাদিপশু, টাকাসহ আগুনে পুড়ে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের নুর ইসলাম (৩৫) জানান, চেচামেচিতে ঘুম ভাঙলে দেখি ঘর জ্বলছে। ছেলেমেয়েরা গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। ছেলেমেয়েকে বাঁচানো গেছে কিন্তু পোড়া ভিটেবাড়ি ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। স্থানীয়দের সহায়তায় এক ঘণ্টায় দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। সকালে বোদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান ২০০ পিস শার্ট, লুঙ্গি, শাড়ি বিতরণ করেন। জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন গতকাল সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ৩০ কেজি চাল এবং নগদ ২ হাজার টাকা প্রদান করেছেন।

 

সর্বশেষ খবর