শনিবার, ১৭ মে, ২০১৪ ০০:০০ টা

সাঁথিয়ায় ক্রস বাঁধ ভেঙে কৃষকের ব্যাপক ক্ষতি

বৃহস্পতিবার রাতে হঠাৎ বিকট শব্দে সাঁথিয়া উপজেলার মাধপুর তেলকুপি এলাকার পাবনা সেচ ও পল্লী উন্নয়ন প্রকল্পের (আই-৩) ইছামতি নদীর ক্রস বাঁধটি ভেঙে যায়। বাঁধটি ভেঙে ইছামতি বড় নদীর পানির সঙ্গে মৎস্য প্রকল্পের লাখ লাখ টাকার মাছ পানির তোড়ে ভেসে যায়। এতে কৃষক ও মৎস্যজীবীদের প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে। ক্রস বাঁধ ভেঙে ইছামতি নদী থেকে প্রায় দুই হাত পানি কমে যাওয়ায় পাবনা সেচ ও পল্লী উন্নয়ন প্রকল্পের ইরিগেশন ও মৎস্য প্রকল্পের কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জানান, বাঁধটি ভেঙে যাওয়ায় তার প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান ও নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম।

বেড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কবিবুর রহমান বলেন, অবৈধ দখলদাররা গর্ত করে বাঁধে ভাঙন সৃষ্টি করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

সর্বশেষ খবর