রবিবার, ২২ জুন, ২০১৪ ০০:০০ টা

লাইন দেবে পাঁচ ঘণ্টা রেল চলাচল বন্ধ

টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর আনালিয়ায় রেল লাইনের নিচের মাটি সরে গিয়ে রেল লাইন দেবে যায়। এতে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ে এবং টাঙ্গাইল ঘারিন্দা স্টেশনে চিত্রা এক্সপ্রেস আটকা পড়ে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের যোগাযোগ বন্ধ হয়ে যায়। লাইন মেরামতের শেষে সাড়ে ৫ ঘণ্টা পর এ রুটে শুরু হয় ট্রেন চলাচল।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আখেরুজ্জামান জানান, দুই দিন ধরে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে কালিহাতী উপজেলার আনালিয়া নামক স্থানে রেল লাইনের নিচের মাটি সরে যাওয়ায় রেল লাইনটি দেবে গেছে। এদিকে বৃষ্টির ফলে টাঙ্গাইল পৌর এলাকার শতাধিক কাঁচা ঘরবাড়ি ও দেয়াল ধসে পড়েছে। ব্যাপক ক্ষতি হয়েছে সবজি ও গাছপালার। এছাড়া শহরের বেড়াবুচনা, বাগান বাড়ি ও সবুজবাগ তিনটি গ্রাম বিদ্যুৎহীন রয়েছে। তলিয়ে গেছে পৌর এলাকার প্রায় সব রাস্তাঘাট।

 

 

 

সর্বশেষ খবর