বুধবার, ২৭ আগস্ট, ২০১৪ ০০:০০ টা
হয়রানিমূলক মামলা

দুই সাংবাদিকের জামিন

পটুয়াখালী সড়ক ও জনপদ অধিদফরের এক দুর্নীতিবাজ প্রকৌশলীর দেওয়া হয়রানিমূলক চাঁদাবাজি মামলায় বাংলাদেশ প্রতিদিনের পটুয়াখালী প্রতিনিধি সঞ্জয় কুমার দাস লিটু ও মাছরাঙ্গা টেলিভিশনের পটুয়াখালী প্রতিনিধি জলিলুর রহমানের জামিন মঞ্জুর করেছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক। গতকাল দুপুরে শুনানি শেষে বিচারক বিমল চন্দ সিকদার দুই সাংবাদিকের জামিন মঞ্জুর করেন। গত ১৯ আগস্ট আসামি সঞ্জয় কৃমার দাস ও জলিলুর রহমান আদালতে আত্মসমর্পন করলে তাদের জেলহাজতে পাঠানো হয়। জামিনে মুক্ত হওয়ার পর জলিলুর রহমান বলেন, সওজ দফতরের দুর্নীতিবাজ কর্মকর্তার বেইলি সেতুর সামগ্রীসহ কোটি কোটি টাকার বিভিন্ন যত্রাংশ নিলামের নামে আত্মসাতের খবর প্রকাশিত হওয়ায় হয়রানিমূলক এই মিথ্যা চাঁদাবাজি মামলা।

সর্বশেষ খবর