সোমবার, ১৩ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

পটুয়াখালীতে ৯ জেলের ১ বছর করে কারাদণ্ড

পটুয়াখালীতে ৯ জেলের ১ বছর করে কারাদণ্ড

পটুয়াখালীর বঙ্গোপসাগর মোহনায় কুয়াকাটা সংলগ্ন আন্দারমানিক নদী থেকে মা ইলিশ নিধনের সময় ৯ জেলেকে আটকের পর প্রত্যেককে এক বছরের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক। এ সময় দুটি মাছধরা ট্রলারসহ ৫ লাখ টাকা মুল্যের জাল জব্দ করা হয়েছে।

আজ বিকেল ৩টার দিকে কোষ্টগার্ড অভিযান শেষে নিজামপুর ক্যাম্পে নিয়ে আসার পর ভ্রাম্যমান আদালতের বিচারক তাদের প্রত্যেককে এক বছরের কারাদন্ড প্রদান করেন।

ইউএনও জানান, জেলার কুয়াকাটা সংলগ্ন আন্দারমানিক নদীর সাগর মোহনায় দুটি ট্রলারে মা ইলিশ ধরার সময় ৯ জেলেকে আটক করে মহিপুরের নিজামপুর কোস্টগার্ড সদস্যরা তাদের ক্যাম্পে নিয়ে আসে। পরে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গির আলম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেলেদের প্রত্যেকে এক বছরের কারাদন্ড প্রদান করেন।

তারা হলেন- কাওছার আহমেদ, আনিচুর রহমান, নাসির হোসেন, মো. বেল্লাল, ফোরকান মিয়া, লাল মিয়া, বেল্লাল ভূইয়া, বেচু মিয়া ও শাহজাহান মিয়া। দণ্ডপ্রাপ্ত জেলেদের বাড়ী জেলার রাঙ্গাবালী উপজেলার মৌডুবি গ্রামে। নাম বিহীন দুটি ট্রলারের মালিক রাঙ্গাবালী উপজেলার মাছ ব্যবসায়ী মুছা হাজীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজ করার নির্দেশ দেন ইউএনও। জব্দকৃত জাল আগুনে পুড়ে ফেলার নির্দেশ দেয়া হয়েছে।

বিডি-প্রতিদিন/ ১৩ অক্টোবর, ১৪/ সালাহ উদ্দীন


 

সর্বশেষ খবর