শিরোনাম
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

মাদারীপুর শহর রক্ষা বাঁধে ধস, আতঙ্ক

মাদারীপুর শহর রক্ষা বাঁধে ধস, আতঙ্ক

ধসে যাওয়া বাঁধ রক্ষায় বালুর বস্তা ফেলা হচ্ছে -বাংলাদেশ প্রতিদিন

মাদারীপুর শহর রক্ষা বাঁধ ধসে ১০০ মিটার ভেঙে গেছে। এতে আবসিক এলাকা, দোকান, লঞ্চঘাট ও সমাজসেবা অধিদফতরের ভবনটি হুমকির মুখে পড়েছে। মঙ্গলবার বিকালে শুরু হওয়া ভাঙন গতকাল দুপুর পর্যন্ত অব্যাহত ছিল। পানি উন্নয়ন বোর্ড বালুর বস্তা ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে কুড়িগ্রাম প্রতিনিধি জানান, সদর উপজেলায় ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙন প্রতিরোধে যাত্রাপুর, পাঁচগাছী ইউনিয়নকে রক্ষার দাবিতে গতকাল বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী।

অপরদিকে রাজারহাটে তিস্তা নদীর ভাঙনরোধে গতকাল এলাকাবাসী মানববন্ধন ও দোয়া মাহফিলের আয়োজন করে।

 

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর