শিরোনাম
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

হিরু-হুমায়ুন মামলার প্রতিবেদনে অনাস্থা

কুমিল্লার লাকসামে বিএনপির দুই নেতা সাইফুল ইসলাম হিরু ও হমায়ুন কবির পারভেজ নিখোঁজের মামলায় পুলিশি প্রতিবেদনের অনাস্থা দিয়েছেন মামলার বাদী নিখোঁজ হুমায়ুন পারভেজের ছোট ভাই গোলাম ফারুক। আদালত বুধবার দুপুরে অনাস্থা আবেদনটি গ্রহণ করে ৯ ডিসেম্বের আদেশের দিন ধার্য করেন। আবেদনে উল্লেখ করা হয়, পুলিশি প্রতিবেদনে মামলার বাদী মানীত ১৩ সাক্ষীর সাক্ষ্য এবং তদন্ত কর্মকর্তা কর্তৃক চারজন নিরপেক্ষ সাক্ষীর সাক্ষ্যে র‌্যাব কর্তৃক অপহৃত হওয়ার অভিযোগ থাকলেও মামলার তদন্ত কর্মকর্তার অভিমত- অজ্ঞাতনামা দুষ্কৃতকারী কর্তৃক তারা অপহৃত হয়েছেন। এ ছাড়াও মামলার এজহারে ৯জন প্রত্যক্ষদর্শীর সাক্ষীর নাম উল্লেখ করলেও তদন্ত কর্মকর্তা মাত্র তিনজন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য গ্রহণ করেছেন। মামলার বাদী গোলাম ফারুক জানান, মূল হোতাদের বাদ দিয়ে পুলিশ তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। তিনি ওই মামলার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন। গোলাম ফারুক জানান, র‌্যাবের যেসব সদস্যের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আদালতে দেওয়া হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ না করেই আদালতে প্রতিবেদন দিয়েছে পুলিশ। মামলার আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন জানান, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে বিচার বিভাগীয় তদন্ত হলেই ওই অপহরণ ঘটনার মূল রহস্য বেরিয়ে আসবে। তাই নারাজি আবেদনে মামলার বাদিপক্ষের আইনজীবীরা পুলিশি প্রতিবেদনে নারাজি ছাড়াও ওই মামলা সরাসরি এফআইআর অথবা বিচার বিভাগীয় তদন্ত প্রার্থনা করেন।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর