শিরোনাম
মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

নেত্রকোনার সঙ্গে সারা দেশের বাস বন্ধ

নেপথ্যে পরিবহন মালিক সমিতির দ্বন্দ্ব

টানা তিন দিন সারা দেশের সঙ্গে বন্ধ রয়েছে নেত্রকোনার বাস চলাচল। পূর্ব ঘোষণা ছাড়া বাস বন্ধ হয়ে যাওয়ায় সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন হাজার হাজার যাত্রী। হঠাৎ এ সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে পরিবহন মালিক সমিতির দ্বন্দ্ব।
জানা গেছে, নেত্রকোনা সড়ক পরিবহন মালিক সমিতির পুরনো ও নতুন কমিটির নেতাদের দ্বন্দ্বে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন নেত্রকোনায় শনিবার থেকে বাস চলাচল বন্ধ করে দেয়। যাত্রীদের অভিযোগ, নিজেদের দ্বন্দ্বে নেতারা সাধারণ মানুষকে হয়রানি করছেন। নেত্রকোনা বাস মালিক সমিতির পুরনো কমিটির সম্পাদক আরিফ খান বলেন, ‘মেয়াদ থাকার পরও সম্পূর্ণ বৈধ কমিটি রেখে আরেকটি কমিটি দেওয়ার সুযোগ নেই। এভাবে কমিটি বদলানো যায় না।’ নবগঠিত কমিটির আহ্বায়ক ওবায়দুল হক রতন বলেন, ‘৪৩ সদস্যবিশিষ্ট পুরনো কমিটির ৩৪ জনই নেত্রকোনা বাস মালিক সমিতির সম্পাদকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে তার প্রতি অনাস্থা জানিয়েছেন। আমরা রেজুলেশন করে কেন্দ্রীয় কমিটির নেতাদের কাছে কপি পাঠিয়েছি। তবে গাড়ি চলাচল কেন বন্ধ করেছেন আমার জানা নেই।’
 

সর্বশেষ খবর