বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

স্ত্রী-পুত্র হত্যার দায়ে মৃত্যুদণ্ড

স্ত্রী ও ১১ মাসের শিশু সন্তানকে হত্যার দায়ে নেত্রকোনার সদর উপজেলার সাটিয়া গ্রামের হাশেমকে নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ আদালত মৃত্যুদণ্ড দিয়েছেন। গতকাল জনাকীর্ণ আদালতে দায়রা জজ আবদুল হামিদ এ রায় দেন। আদালত সূত্র জানায়, ২০০৩ সালের ৬ নভেম্বর রাতে নিজ ঘরে স্ত্রী ও শিশুসন্তানকে হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে জঙ্গলে ফেলে রাখে হাশেম। এ ঘটনায় শাশুড়ি রাবিয়া খাতুন হাশেমকে একমাত্র আসামি করে মামলা করেন। একই দিন বারহাট্টায় সবুজ হত্যা মামলার পলাতক শাহ জামালকে যাবজ্জীবন কারাদণ্ড ৫০ দিয়েছেন আদালত।

মুন্সীগঞ্জে পাঁচজনের যাবজ্জীবন : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলিকাতা গ্রামের আবদুর রহমান শিকদার হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শাহাজাহান কবীর গতকাল এ রায় দেন। সাজাপ্রাপ্তরা হলেন- কলিকাতা গ্রামের মতি মাল, বিল্লাল, আবদুর রহমান, হান্নান মাল ও মানিক মাল।

সর্বশেষ খবর