বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

ফতুল্লায় সন্ত্রাসীদের তাণ্ডব আহত ১০, গ্রেফতার ৪

মঙ্গলবার রাতে ফতুল্লা থানার গাবতলী এলাকায় এক দল মুখোশধারী সন্ত্রাসী দেড় ঘণ্টাব্যাপী তাণ্ডব চালিয়ে ১০ জনকে কুপিয়ে আহত করেছে। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর পুলিশ চারজনকে গ্রেফতার করে এবং পরিত্যক্ত অবস্থায় ৪টি ছোরা উদ্ধার করেছে। জানা গেছে, মঙ্গলবার রাত ১০টায় ২৫-৩০ জনের একদল সন্ত্রাসী মুখে কালো মুখোশ পরে রামদা, ছোরা, চাপাতিসহ ধারালো অস্ত্র নিয়ে গাবতলী এলাকায় হামলা চালায়। তারা মসজিদের লাশের খাট রাখার ঘর, প্রাথমিক বিদ্যালয়ের বাঁশের বেড়া, ২০টি বাড়ির দরজা-জানালা, ২৫টি দোকান ধারালো অস্ত্র দিয়ে  কোপায়। এ সময় পুরো এলাকায় বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়। ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে রাত সাড়ে ১১টার দিকে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ফতুল্লা থানার ওসি আসাদুজ্জামান জানান, ঘটনার পর পরই পুলিশ অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে। গাবতলী এলাকায় একটি মাজার রয়েছে। ২৫ অক্টোবর মাজারে ওরস উপলক্ষে মেলা বসার কথা রয়েছে। এই  মেলার নিয়ন্ত্রণ নিয়ে এ ঘটনা ঘটে থাকতে পারে।
 

সর্বশেষ খবর