বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

সাতক্ষীরা মেডিকেলে ধর্মঘট প্রত্যাহার

টানা চার দিন আন্দোলনের পর দাবি পূরণের আশ্বাস পেয়ে অনির্দিষ্টকালের ধর্মঘট তুলে নিয়েছে সাতক্ষীরা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। গতকাল স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে আলোচনায় বসেন। এ সময় শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দেওয়া হলে তারা ধর্মঘট প্রত্যাহার করে। বৈঠকে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এস জেড আতীক, পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর প্রমুখ। এর আগে সাতক্ষীরার নির্মাণাধীন ২৫০ শয্যা হাসপাতালটি চালু, শিক্ষক সংকট দূর ও পর্যাপ্ত পরিবহন ব্যবস্থার দাবিতে চতুর্থ দিনের মতো ক্লাস ও পরীক্ষা বর্জন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে শিক্ষার্থীরা।
একই সঙ্গে তারা মেডিকেল কলেজ প্রাঙ্গণে নিজেদের শরীরের রক্ত দিয়ে গণস্বাক্ষর কর্মসূচি পালন করে।  
 

সর্বশেষ খবর