শনিবার, ২৫ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা
ভুল চিকিৎসায় মৃত্যু

তিন লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর ঘটনায় তিতাস ইউনিটি হাসপাতালকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালে এক সালিশ সভায় এ জরিমানা করা হয়। এ সময় নগদ ৫০ হাজার টাকা এবং বাকি টাকা এক মাসের মধ্যে পরিশোধের কথা বলা হয়েছে। নিহত গৃহবধূ সাজিদা আক্তার (২৮) উপজেলার দশদোনা গ্রামের জাহিদুল হাসানের স্ত্রী। নিহতের ভাই রিয়াজ জানান, বুধবার সকালে সাজিদাকে ওটিতে নেওয়া হয়। দুপুরে কর্তৃপক্ষ জানায়, রোগীর অবস্থা ভালো না, ঢাকায় পাঠাতে হবে। ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসকরা জানান, প্রসূতির অনেক আগেই মৃত্যু হয়েছে। এ খবরে বিক্ষুব্ধ এলাকাবাসী বৃহস্পতিবার ওই হাসপাতালে তালা ঝুলিয়ে দেন। সিভিল সার্জন শওকত হোসেন জানান, তিতাস ইউনিটি হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর কোনো অভিযোগ পাইনি, খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর