শনিবার, ২৫ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

জোড়া খুনের ঘটনায় যুবলীগ নেতা গ্রেফতার

নরসিংদীর শিবপুরে জোড়া খুনের ঘটনায় যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ঢাকার ট্রমা সেন্টারে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আকতারুজ্জামান কাজল শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। পুলিশ জানায়, ৯ অক্টোবর শিবপুর উপজেলার বাড়ৈই গাঁও গ্রামের লোকজন যুবলীগ নেতা কাজলকে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকা অবস্থায় আটক করে লাঞ্ছিত করে গ্রামবাসী। এতে ক্ষিপ্ত হয়ে কাজল লোকজন নিয়ে ওই এলাকার মাসুম উদ্দিনকে মারধর করে। এ সময় গ্রামবাসী প্রতিরোধ করলে তারা পিছু হটে। পরে ওই দিন বিকালে দ্বিতীয় দফায় কাজল লোকজন নিয়ে অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ওই এলাকার খোরশেদ ও জালালের বাড়িতে হামলা চালায়। এ সময় দুই পক্ষের সংঘর্ষে খোরশেদ, জালাল ও কবির গুরুতর আহত হয়। এর মধ্যে ওই দিনই খোরশেদ মারা যায়। এর পাঁচ দিন পর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যায় খোরশেদের ভাই জালাল মিয়া। এ ঘটনায় নিহতদের বড় ভাই আলাউদ্দিন শিবপুর থানায় কাজলকে প্রধান আসামি করে ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এর জের বৃহস্পতিবার রাতে কাজলকে গ্রেফতার করে পুলিশ। শিবপুর থানার ওসি খোন্দকার ঈমাম হোসেন বলেন, জোড়া খুনের ঘটনায় যুবলীগ নেতা কাজলকে গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ খবর