রবিবার, ২৬ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা
নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিল

শেয়ারহোল্ডারদের আত্মাহুতির হুমকি

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী লক্ষ্মীনারায়ণ কটন মিলের শেয়ারহোল্ডারদের বসতবাড়িতে অগি্নসংযোগের ঘটনায় জড়িত মনির হোসেন মনাসহ সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শেয়ারহোল্ডার স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শনিবার সকালে ঘণ্টাব্যাপি নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন ও পুলিশ সুপারের উদ্দেশে সংগ্রাম কমিটির আহ্বায়ক মো. হোসেন বলেন, যদি আপনারা সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেন এবং মনে করেন আমাদের বাঁচার কোনো অধিকার নেই তাহলে তা পরিষ্কার ভাষায় বলে দেন, আমরা আপনাদের সামনে পরিবার-পরিজন নিয়ে আত্মহত্যা করবো। মানববন্ধনে আরও বক্তব্য দেন, অনীল চক্রবর্তী, জাহাঙ্গীর, তামলেক, জীবন লাল। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, সিপিবি জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম, বাসদ জেলার সমন্বয়ক নিখিল দাস, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক হিমাংশু সাহা, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, গণসংহতি আন্দোলনের নেতা মিনহাজুল ইসলাম নাহিদ, নারায়ণগঞ্জ সাংস্কৃকিত জোটের সভাপতি প্রদীপ ঘোষ বাবু। নেতারা বলেন সাবেক বস্ত্রমন্ত্রী লতিফ সিদ্দিকীর সঙ্গে যোগসাজশে নিট কনসার্ন -এর মালিক জয়নাল আবেদিন মোল্লা শেয়ার হোল্ডারদের মালিকানা কেড়ে নেওয়ার চেষ্টা করেছেন, যা এখনো বহাল আছে।

সর্বশেষ খবর