শুক্রবার, ৩১ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

সন্ত্রাসী ও বখাটে প্রতিরোধে লাঠি-বাঁশি

ফতুল্লার ইসদাইর গাবতলী লিংক রোডের ব্যবসায়ী ও বাড়িওয়ালারা সন্ত্রাস, মাদক ও ইভ টিজিং প্রতিরোধে লাঠি বাঁশি গ্রহণ করেছেন। বৃহস্পতিবার দুপুরে ওই এলাকার ইউপি সদস্য ও পঞ্চায়েত কমিটির নেতারা সবার হাতে লাঠি বাঁশি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন এনায়েত নগর ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান কামরুল হাছান, ফতুল্লা ইউপি সদস্য আলী আকবর, গাবতলী মসজিদ কমিটির সভাপতি মির্জা শামসুল ইসলাম, ইসদাইর সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি ছিদ্দিকুর রহমান, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম জীবন, বাংলাদেশ প্রতিদিনের নারায়ণগঞ্জ প্রকিনিধি রোমান চৌধুরী সুমন, যুবক সেলিম মামুন শিকদার হুসেইন, মামুন, পাপ্পু প্রমুখ। মসজিদ কমিটির সভাপতি মির্জ শামসুল ইসলাম বলেন, যে কোন দোকানির ওপর হামলা বা ভয়ভীতি প্রদর্শন করলে সবাই মিলে বাঁশি বাজিয়ে প্রতিরোধ করবেন।
 

সর্বশেষ খবর