শুক্রবার, ৩১ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা
গাজীপুরের জমি নিয়ে সংঘর্ষ

পাল্টাপাল্টি মামলা

গাজীপুরে জমি নিয়ে দুই শিল্প গ্রুপের সংঘর্ষের ঘটনায় জয়দেবপুর থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের হয়েছে। সিকিউরিটি সুপারভাইজার হত্যা, অগ্নিসংযোগ, ভাঙচুরের ঘটনায় বুধবার রাতে ডিবিএল গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা জাহিদুর রহমান ভূঁইয়া জয়দেবপুর থানায় মামলা করেন। অপরদিকে কেয়া গ্রুপের পক্ষে ডিজিএম কাজী মহিউদ্দিন বাদি হয়ে অগ্নিসংযোগ, ভাঙচুরের ঘটনায় মামলা করেছেন। জয়দেবপুর থানার ওসি জানান, দুটি অভিযোগই তদন্ত করে দেখা হচ্ছে। এ পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
কেয়া গ্রুপের সংবাদ সম্মেলন : এদিকে বৃহস্পতিবার দুপুরে কেয়া কসমেটিক কারখানায় সংবাদ সম্মেলন করে ঘটনার ব্যাখ্যা দিয়েছেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেক পাঠান। তিনি জানান, ডিবিএল গ্রুপের শ্রমিকরা কেয়া গ্রুপের বিভিন্ন স্থাপনায় হামলা করে এবং বাড়ি, নিরাপত্তারক্ষীদের ব্যারাক পুড়িয়ে দেয়। এতে তাদের সাড়ে তিন কোটি টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন, ওই ঘটনায় ডিবিএলের কেউ আহত হয়নি। তাছাড়া আহত ব্যক্তিকে গাজীপুরের হাসপাতাল বা ক্লিনিকে না নিয়ে সাভারের একটি হাসপাতলে নিয়ে যাওয়া রহস্যজনক। আমাদের ফাঁসাতে ডিবিএল গ্রুপের লোকজন ওই সিকিউরিটি গার্ডকে হত্যার নাটক সাজিয়েছে। এদিকে ডিবিএল গ্রুপের মাইমুন টেক্সটাইল লিমিটেডের ম্যানেজার (এডমিন) জাহিদুর রহমান ভূইয়া জানান, তাদের নিজস্ব জমিতে বুধবার কেয়া গ্রুপের শ্রমিকরা জোরপূর্বক ঢুকে ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে এবং নিরাপত্তা সুপারভাইজারকে পিটিয়ে মেরে ফেলেছে।
 

সর্বশেষ খবর