শুক্রবার, ৩১ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

সাতক্ষীরায় ভুয়া এসআই আটক

সাতক্ষীরায় ভুয়া এসআই আটক

সাতক্ষীরার ভোমরায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) উপ-পরিদর্শক (এসআই) পরিচয়দানকারী প্রতারক বিষ্ণুপদ সরকারকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ভোমরা বিওপি থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়।

সে সাতক্ষীরা শহরের আমতলা মোড় এলাকার নির্মল সরকারের ছেলে।

সাতক্ষীরার ভোমরা বিজিবির বিওপি কমান্ডার সুবেদার নজরুল ইসলাম জানান, বিষ্ণুপদ নিজেকে ডিজিএফআইয়ের এসআই পরিচয় দিয়ে রাতে ভোমরা বিওপিতে আসে। তার পরিচয়ে সন্দেহ হলে সাতক্ষীরায় কর্মরত ডিজিএফআইয়ের এক কর্মকর্তাকে জানানো হয়। তিনি ঘটনাস্থলে গিয়ে বিষ্ণুর পরিচয়পত্রটি ভুয়া বলে শনাক্ত করেন।

এরপর সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসেন।

ওসি জানান, বিষ্ণুপদ সরকার দীর্ঘদিন ধরে এ ধরনের প্রতারণা করে আসছে। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

বিডি-প্রতিদিন/ ৩১ অক্টোবর, ১৪/ সালাহ উদ্দীন

সর্বশেষ খবর