মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

গৃহবধূকে ধর্ষণ, অতঃপর জমি প্রদান!

গৃহবধূকে ধর্ষণ, অতঃপর জমি প্রদান!

কুমিল্লার চৌদ্দগ্রামে এক গৃহবধূকে ধর্ষণের পর ধর্ষক জরিমানার টাকার বদলে ১৩ শতক জমি প্রদান করেছে। মঙ্গলবার স্থানীয় ইউপি সদস্য খোরশেদ আলম জানান, জরিমানার টাকা নগদ পরিশোধ করতে ব্যর্থ হয়ে ওই ধর্ষক ১৩ শতক জমি নিপীড়িত নারীর নামে লিখে দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শরীফপুর গ্রামের সামছুল হকের ছেলে কাশিনগর বাজারের কাপড়ের দোকান কর্মচারী সাহাবউদ্দিন গত ৭ নভেম্বর রাতে পার্শ্ববর্তী বাড়ির এক প্রবাসীর স্ত্রীকে (৩৪) জোরপূর্বক ধর্ষণ করে। এসময় গৃহবধুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ধর্ষক সাহাবউদ্দিনকে আটক করে।

ঘটনাটি মীমাংসার জন্য পরদিন সন্ধ্যায় ওই গ্রামের মাতব্বর মাওলানা মনির হোসেনের সভাপতিত্বে একটি সালিস বৈঠক বসে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাতব্বর আলী হোসেন, আবুল কাশেম, বাচ্চু মিয়া, ফজর আলী, ফারুক হোসেন, ভুট্টু মিয়া, ওয়াসিম ও ধর্ষকের চাচা আবদুস সোবহান। সালিস বৈঠকে তিনশ' টাকার স্ট্যাম্পে ধর্ষকের ৬ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।

গ্রাম্য মাতব্বর ভুট্টু মিয়া জানান, ছেলেটি দোষী প্রমাণিত হওয়ায় ৬ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয় ইউপি সদস্য খোরশেদ আলম জানান, গৃহবধূকে ধর্ষণের ঘটনাটি শুনেছি। তবে বিষয়টি আইনের আওতায় পড়ায় আমি সালিসে যাইনি। তবে জরিমানার টাকার বদল ১৩শতক জমি লিখে দেয়ার কথা শুনেছি।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার চক্রবর্তী জানান, বিষয়টি কেউ জানায়নি। তবে খোঁজ নিয়ে ব্যবস্থা নেবো।

সালিসের সভাপতি মাওলানা মনির হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া যায়নি।
 

 

বিডি-প্রতিদিন/ ১১ অক্টোবর, ২০১৪/ রশিদা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর