শনিবার, ২৯ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

লক্ষ্মীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

লক্ষ্মীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

লক্ষ্মীপুরের দত্তপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামে ইয়ছমিন আক্তার পিংকী নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে।

আজ সন্ধ্যায় নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। নিহত পিংকী ওই গ্রামের মো: আজাদ এর স্ত্রী।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, দেড় বছর আগে চাঁদপুরের দাগন ভূঁইয়া এলাকার পিংকী আক্তার ও লক্ষ্মীপুর সদর উপজেলার সৈয়দপুর গ্রামের আজাদ হোসেনের মোবাইল ফোনে প্রেমের সম্পর্কে বিয়ে হয়। প্রায় সময় পারিবারিক কলহে তাদের মধ্যে ঝগড়া-ঝাটি ও মারধরের ঘটনা ঘটতো বলে জানায় স্থানীয়রা। এ দিন টেলিভিশন দেখাকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া-ঝাটি হয়। কিছুক্ষন পর স্বামীর ঘরে পিংকীর মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় ওই বাড়ীর লোকজন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। তবে কিভাবে পিংকী মারা গেছে তা জানাতে পারেনি কেউ।

স্থানীয় দত্তপাড়া পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা জামাল হোসেন জানান, পিংকীর মৃত্যুর কারন জানা যায়নি, লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে হত্যার ঘটনা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় চন্দ্রগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান তিনি।

বিডি-প্রতিদিন/ ২৯ নভেম্বর ১৪/ সালাহ উদ্দীন


 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর