সিরাজগঞ্জের বেলকুচিতে বৃদ্ধ ষ্ট্যাম বিক্রেতা আসমত আলী (৬৮) ও তাঁত শ্রমিক ইউসুফ প্রমানিকের (২০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
আসমত আলী উপজেলার দত্তবাড়ি গ্রামের মৃত দুলাল প্রামানিকের ছেলে এবং ইউসূফ প্রমানিক কামারখন্দ উপজেলার বিয়াড়াপাড়ার ইসমাইল প্রমানিকের ছেলে। সে বেলকুচি উপজেলার তামাই রয়নাপাড়ার উত্তরপাড়া বাসিন্দা মামা মৃত জিয়া প্রমানিকের বাড়িতে থাকতো।
আজ দুপুরে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে।বেলকুচি থানার উপ-পরিদর্শক আমিরুল ইসলাম জানান, আজমত আলী দীর্ঘ ২৫ বছর যাবৎ পার্শবর্তী সমেশপুর গ্রামের মৃত আব্দুল হামিদের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতো। তার কোন ছেলে নাই। মেয়েদের বিয়ে হয়েছে। স্ত্রী অন্যত্র থাকায় শুক্রবার ভাড়া বাড়িতে তিনি একাই ছিলেন। আজ সকাল ১১টার দিকে পাশ্ববর্তী লোকজন ঘরের মধ্যে আসমত আলীর মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। লাশ উদ্ধারের সময় ঘরের দরজা খোলা এবং ভিতরে টেলিভিশন চালু অবস্থায় পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে রাতের কোন এক সময় তাকে হত্যা করে দৃর্বৃত্তরা পালিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
একই থানার উপ-পরিদর্শক তরিকুল ইসলাম জানান, শুক্রবার রাতের কোন এক সময় ইউসূফ আলী মারা গেছে। স্বজনদের মধ্যে কেউ কেউ বলছেন সে কেমিক্যাল খেয়ে আত্বহত্যা করেছে। আবার কারও দাবী হত্যা করা হয়েছে। যে কারনে বিষয়টি রহস্য উৎঘাটনের জন্য লাশ উদ্ধারের পর ময়নাতদনে্তর জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি থানায় সাধারন ডাইরীভূক্ত হয়েছে।