শনিবার, ২৯ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

রাবিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

রাবিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

'সিজোফ্রেনিয়া থেকে বাঁচতে শিখি' প্রতিপাদ্য নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বিজ্ঞান ভবন চত্বরে মানসিক স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন স্টল উন্মোচনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।

বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিটের যৌথ উদ্যোগে দিবসটি উদযাপিত হচ্ছে। সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।

এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর ছাদেকুল আরেফিন মাতিন, রাবির জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর আব্দুল লতিফ, বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর আনোয়ারুল হাসান, পাবনা মানসিক হাসপাতালের পরিচালক ড. তন্ময় প্রকাশ বিশ্বাস প্রমুখ।


 

সর্বশেষ খবর